ব্রাত্য আমি, উপেক্ষিত হয়তোবা,
আরো বেশি কিছু, কাঙ্ক্ষিত ন‌ই;
এটা নিঃসন্দেহে বলা যায়।
প্রতিক্ষনে অসম্ভবে মাথা কুটে,
বদ্ধ দুয়ারে, নির্বোধ মন মাথা কুটে মরে।
বিভ্রান্তির গভীরে,
সত্য খুঁজে, নির্বোধ মেয়ে
দৈব সৌন্দর্য কোথায়?
তবে যে বড়ো প্রেম খুঁজছো!
এতটাই সস্তা নাকি!!


চাঁদের পাশে চাঁদকে মানায়,
তুমি বরং অমাবস্যা হ‌ও।
বেশ! তাই হবো, এতো ভালোবাসা অস্বীকার করা?
সম্ভব নয়, বিধাতা বড় ভালবেসে দিয়েছেন,
পৃথিবীর তাবৎ কষ্ট, দুঃখ, বঞ্চনা যত্ন করে রেখে গেছে
আমার আকাশে; কি করে তাকে ফেলে দেই?
তাই তো সযত্নে আগলে রেখেছি।


বিধাতার ভালোবাসায় বিদগ্ধ কবি;
প্রসব বেদনা কষ্টের, সেই বেদনা ভুলে যায় সৃষ্টিতে।
কবিরা ও বোধহয় তেমন,
এক একটা মাকড়সা!!!
সৃষ্টি সুখের উল্লাসে নষ্ট জীবনের ভীড়ে,
হেরে জিতে যায়, কবিতার কাছে।
কবি ও কবিতা , তাই তো অভিন্ন আত্মজ।
মরে মরে , বেঁচে থাকে জীবনের অভিজ্ঞানে।।