শব্দের ভিড়ে শব্দশ্রমিকেরা ক্লান্ত ভীষণ,
স্বরবর্ণগুলো ভেতরে ভেতরে আওড়াই;
মনে মনে,অ আর,ই,...
ব্যঞ্জন বর্ণ ক  খ ...
মনে পড়ে না!
শব্দের ভিড়ে হারিয়ে গেছে" মা"
বিস্মৃত শব্দ,হ্নদয় নেই হিমশীতল শিহরণ
শুধু প্রাণহীন শব্দ মা!


অন্ধকারে আমি খুঁজি ফিরি তোমার গন্ধ,
আলমারির কাপড়, জলের বোতল,পানের কৌটা
গন্ধ নেই আমি,অনন্ত ক্ষুধা নিয়ে।
যা পাই না;তা তোমার উত্তর
কি রে? এতো চিৎকার করিস কেন?


তথাপি ও আমি চিৎকার করি"মা'
শব্দটা কেমন হিমশীতল হয়ে ফিরে আসে, আর্তনাদ!


ভীষণ কষ্ট, ক্ষোভে দুঃখে আমি হারিয়ে যাওয়া
শব্দ খুঁজে বেড়াই!
মা!
আমার শেখা শব্দগুলো ভুল ছিল কি?
কোথায় তবে হারিয়ে গেল?
শব্দের ভিড়ে শব্দ খুঁজি,
শব্দ খুঁজি,
শব্দ খুঁজি।