মিথ্যাবাদী আমি


পথ চলতে হঠাৎ পেছন থেকে ডাক
ও দিদি, কেমন আছেন?
চিনতে পেরেছেন?


সহাস্য উত্তর দিলাম,
হ্যাঁ গো পেরেছি।
ভালো আছি।
মন বলল, ভালো নেই তো!
মনকে শাসিয়ে বললাম
চুপ, ভালো আছি, এটাই বলতে হয়।


ছেলেমেয়ের পড়াশোনা ভালো চলছে!
হ্যাঁ , হ্যাঁ ভালো।
মোটকথায় ভালো তো দূরের কথা,
পাস নিয়ে তথৈবচ।
মাথার নিউরনগুলো জানান দিলো
ভুল বললাম কি?


আমি বললাম চুপ থাক,
এটাই বলতে হয়।


নাছোড়বান্দা পড়শি আবার শুধায়,
দেখেছেন দেশের কি হাল;
জিনিস পত্রের দাম,
আমি বললাম, আহা সময় বদলেছে
এমনতো হবার ছিল।


ব্যাগে কিন্তু সামান্য টাকা,
বাজার মূল্য যা;
মন বলল , মিথ্যা বললে কেন?
আহ্, অবুঝ মন, বলতে হয়।


দিদি বোধহয় শুকিয়ে গেছেন,
আরে না, ডায়েট কন্ট্রোল!
তা বেশ,সব মিলিয়ে ভালোই আছেন।
চোখ,নাক, ত্বক, জিহ্বা,কান
পঞ্ছ‌ইন্দিয় কে থোরাই কেয়ার করি,
মিথ্যাবাদী না হলে যে  মান রাখাই ভারী।।