মেয়ে তোমার নামটা কি?
নাম দিয়ে তোমার কাজ কি বাপু।
না, না , নাম না জানলে কথা বলা যায়​?
বাপ দাদার দেয়া  নামটা ছিল সর্বনাশী।
মায়ের দেয়া হতভাগী, আরো শুনতে চাস?
না, না, আমি বেশ বুঝেছি।
কি কাজ করো সারা বেলা।
কাজের কি আর শেষ আছে?
বাসন মাজা , ঘর মোছা আরো কত কি?
কাজ শেষ হলে মরণ,
বাবু দের কাজের কি আর অন্ত আছে।
আচ্ছা তুমি পড়াশোনা করেছো কি?
মরন আমার, ভাত জোটে না, লেখাপড়া
পড়তে বুঝি অনেক কষ্ট?
পড়তে টাকা লাগে, বুঝলি
যতই বোঝাই, ওর সাথে তাল মেলানো ভার।
ইচ্ছে হলো যদি ওকে দেখতে পেতাম,
আবারো তাই প্রশ্ন করি?
তুমি দেখতে কেমন?
হেসে এবার মরেই যাবো
মেয়ে মাইনষের গতর যেমন,
বুঝলি গাধা, কাজ হচ্ছে আসল।
ছিঃ, ছিঃ তুমি এত নীচু।
এই তুই আমায় উঁচু নীচু শেখাস না
এসব আমি ঢের বুঝি, বড় লোকের ভন্ডামি।
বলতো আমায় এতো যে বিদ্ধা বুদ্ধি
আমায় তোমার তফাৎ কি?
আমি বললাম তুমি আর আমি
সকাল বিকাল মানে বোঝো
তফাৎটা​ ঠিক তাই।
হুম, বুঝি বটে, তবে তুই কিন্তু মেয়েমানুষ
দিনের শেষে, শেষ বেলাতে
মনে রাখিস, কাজ মানে মূল্য আছে
কাজ ফুরালে কি দাম আছে?