নূতনকে করো গ্ৰহন সাদর সম্ভাষণে,
শুদ্ধ হ্নদয়ে করো হে প্রনতি
মুছে ফেলো জরা ব্যাধি।
পুস্পার্ঘ দাও হে তোমার পরম পিতৃ চরণে।
ফেলে দাও সব অতীত গ্লানি,
রেখো না হ্নদয় মাঝারে।


অতীত মুছো না, রয়েছে যে কতো  স্মৃতি,
অতীতের মাঝে রয়েছে যে তোমার লালিত স্বপ্ন তিথি।
চিরকালের চির নিয়মের জালে নূতনের জয়গান।
হেলায় হারায় পুরাতন সব স্মৃতি।
অতীত মুছো না, মুছে যাবে সব দুঃখ,
কখনো কোনো অচেনা দুপুরে কিংবা মধ্যরাতে;
যদি মনে পরে,  হেসেছিলে,গেয়েছিলে যে গান।
হয়তো বা তাল গেছে কেটে,সুর গেছে বেঁধে।
হয়েছে আজ অতীত দিনের স্মৃতি।
মুছো না তাকে,অতি পুরাতন....
হোক না মিথ্যা,রাখো হ্নদয় মাঝে।।


বৈশাখী ঝড়ে যায় যদি উড়ে,নীল বেদনা রাশি।
জেনে রেখো বন্ধু, কালের সাক্ষী আমি!
তিমির রাত্রি,উদ্ধত মেঘমালা,ভালোবাসিয়াছি ,
কিভাবে করবে হেলা।
তবু ও নিয়মে,রীতির সাক্ষী,নূতনরে করো গ্ৰহন।
আমি পুরাতন,র‌ইলাম পরে পুরাতন পথের ধারে।।