এমন একটা দেশ আছে, তোমাদের সন্ধানে
যেথায় মানুষের পরিচয় মানুষ দিয়ে,
বর্ণ নয়, পেশা নয়, কাজেই পরিচয়
মানুষ শুধু হেসে বেড়ায়, কান্না জানে না।
ভোটের রাজনীতি সেথায় চলে না,
কথায় কথায় লঘু গুরু হিসাব কষে না।


এমন একটা দেশ আছে,যার খবর জানি না
হয়তো সেথায় চির বসন্তের, হাওয়া যায় বয়ে।
পাখি ডাকে আপন মনে, ফুল ফোটে নির্ভাবনায়
মানুষ শুধু হেসে বেড়ায়, কান্না জানে না।


যদি তোমরা জেনে থাকো, এমন দেশের খোঁজ
আমায় তোমরা জানিয়ে দিও, রেখো অনুরোধ।