ভালোবাসবো বলে পণ করেছি।
অনুভূতিগুলো জাগ্রত করতে,
সুর বেঁধেছি, গান গাইছি।
অন্তরার বেহাল দশা,
তানপুরার কান্না ভারী;
তবলায় তাল মিলছে না আর।
তবু ও আমি পণ করেছি,,
ভালো আমি বাসব‌ই,
স্বর্গ থেকে মত্য, to
সবখানেই ভালোবাসার ছড়াছড়ি।


কিন্তু আমি জানি না তো;
ভালোবাসা কাকে বলে?
কেমন করে হ্নদয় জুড়ে,
ভালোবাসার ছবি আঁকে।


কেমন করে জীবন বাঁকে,
মাস্তুলটা ঠিক ধরে রাখে।
গহীনচরে অগোচরে ভালোবাসার গল্প বলে!
আমি তো ঠিক জানি না তো,
ভালোবাসা কাকে বলে?