শিক্ষা আর শিক্ষনের মাঝখানে চলছি,
শিক্ষা বলে;যাস না ঐদিকে!
ফিরে আয় স্বপথে, সত্যের সম্মুখে।
শিক্ষন বলে,মিছে কথা!
পিছিয়ে পড়বি তবে।
দোচালায়, দ্বিমুখী ভাবনায়, হেঁটে যাই গন্তব্যে।


বিভক্ত হয়ে খন্ডিত কাব্য রচি,
তবে সহজলভ্য কিন্তু ন‌ই।
তুমি আদিগন্ত সৎ,মানছি বটে;
বলো তো প্রিয়,অসৎ হ‌ওয়ার সুযোগ ছিল কি তোমার।
তাই তুমি সৎ, ভীষণ সৎ বটে!


আমি শিখেছি জীবন থেকে,
যা ছিল না তোমার,তাতেই অরুচি ভীষণ।
সুযোগ পেলে তুমি ও দেখতে,
পানশালায় মক্ত নারীর উন্মোচন।


আসলে আমি আর তুমি!
সত্য কে বলো?
বিবেক বিবেচনায় সাম্যতা কোথায়;জান কি?