এখন ঠিক মনে পরে না, নাকি কিঞ্চিত দৃশ্যগোচর!,
কিসের আশায় কেটে গেল এতটা জীবন, এতোটা পথ
বিমূর্ত পথিক যে পথ‌ই চেনে না,
তবু ও তার গন্তব্যে যাওয়া চাই।
আহ্,একেই কি মানুষ বলে!


লাল, নীল স্মৃতিগুলো বরং হারিয়ে যাক,
বিস্মৃতির অতলে তলিয়ে যাক:,
বিবর্ণ ধুসর জলছবি হয়ে যাক।
নতুন করে আবার লিখবো।


এবার আর রাফ খাতা নয়,
একেবারে চূড়ান্ত।
বারবার স্বপ্নগুলো ট্রাফিক জ্যামে আটকে যাবে,
তাই কখনো হয়?
একবার নয়, সিগন্যাল ভেঙে দৌড়ে যাবো।
মিথ্যা হলে ও পথ পার হবো।



কি হবে আর?
একটাই তো জীবনখানি ,
হিসাব নিকাশ অনেক হলো।
আরে বাপু, হিসাব মিললেই অংক সঠিক?
এমন হিসাব মানা বারন।
সহজ কথা স্বার্থ এখন বড় চুম্বক,
তরিত্ব গতি দ্বিচরিত্র, চুম্বক এখন স্বার্থে বাঁধা
ভুল করে জীবনধারা,


কতটা পথ পারি দিলাম,
কতটা সময় ভাবনা ভাবলাম।
সব‌ই দেখি গোলযোগে, স্বার্থ যদি বুঝতে পারতাম।