আমার মাঝে আমি কখনো কারো আপন ছিলাম না,
কখনো কখনো সময়ের সাথে প্রয়োজন ছিলাম।
রোষে,দ্বেষে,শ্লেষে প্রয়োজন ছিল আমার।


ভীষণ বরষায়, একটা ছাউনি ছিলাম আমি।
ভ্যাপসা গরমে তালপাতার পাখা,
কনকনে শীতে একটুখানি উষ্ণতার ছোঁয়া!
খুব প্রয়োজন ছিল আমার;


বহুকাল আগে থেকেই আমার বিচরন,
সকল চাওয়া আর পাওয়ার মাঝে!
শুধু চমকে চমকিত হলাম,আজো...
কে শ্রেষ্ঠ? অহল্যা,দ্রোপদী না কুন্তী
এমন প্রশ্নের বাণে;


ধর্ম পুত্র, ধর্ম গুরু, ধর্ম বিচারক, ধর্ম প্রনেতা?
আমি তো কখনো তোমাদের কাছে শ্রেষ্ঠত্ব চাইনি,
কখনো ত্যাগের বিনিময়ে পুরস্কার চাইনি।
ক্ষমার অযোগ্য অপরাধ করে ও,বরেন্য তোমরা;
বিচার চাইনি,সত্য হতে কলি পর্যন্ত ;
আমি ছিলাম, আমি আছি, শুধু প্রয়োজনে।


আমি প্রিয়জন ন‌ই, প্রয়োজন!
আমি কর্তব্য জাগতিক, কামনা আমি;
বর দেয়ার যোগ্যতা নেই, তাই ফুল নাইবা দিলে।
কিন্তু কাঁটা কেন আজো আমার তরে।
শ্রেষ্ঠত্ব! তোমার কাছে? ধিক্
আমার কাছে আমি...
থাক,পাছে প্রয়োজন মলিন হয়!
সবিশেষ শ্রেষ্ঠত্ব নষ্ট হয়?