তুমি কে?
আমি শান্তনু চৌধুরী
তুমি হিন্দু।হ্যাঁ, আমি হিন্দু
তুমি কে?
আমি গোমেজ
তুমি খ্রীষ্টান।হ্যাঁ আমি খ্রীষ্টান
তুমি বৌদ্ধ।
এভাবেই চলে আমাদের পরিচয়,
খুব গভীরে যদি যাও
তবে তোমার পেশা কি?
আবার চেষ্টা বিভত্তিকরনের
বর্ণভেদ, উচ্চ শ্রেণীর না নিম্ম শ্রেণীর
বোঝার জন্য সরল অংক।
এরপর নেমে আসে আরো একধাপ
নারী, পুরুষ , সাদা, কালো
সব পরিচয় শেষ হয়
মেলে না শুধু এক জায়গায়
আমি কে?
আমরা হিণদু, খ্রিস্টান , বৌদ্ধ
তবে মানুষ কোথায়?