ভালো আছি, এটা ভাবতেই ভালো লাগে
ভালো থাকবো, এটা বিশ্বাস।
ভালো হবে, এটানিয়তি?তাই না
অদেখা  ভুবনের​ ভাবনা , বিধাতার উপর রেখে দেই।
সব হিসাব যদি মিলে যায়, তবে ঈশ্বরের কাজ কি?
এত সুন্দর করে বানানো খেলনা, খেলবে আপন মনে।
সাধ্য কার? বাধাঁ দেবে তাকে?
চৈত্রের খরায়, তপ্ত ধরায়, যতটুকু জল লাগে
বিধাতার কাছে রাখা আছে জেনো,
দেবে না আমায়, দেবে না তোমায়
যদি না মন নাহি লাগে।