ভয়  আমরা পাই
অজানাকে জানার  ভয়  
অচেনা কে চেনার ভয়
সবাই  পায় ।
সত্য হলো এটাই  যে
পিছে হেরে যাই।
সব  কিছুর  উর্ধ্বে
সত্য  প্রকাশ পায় ।
ভয়  আমরা পাই
যদি আপনাকে আপনি
নিজে দেখতে পাই ।


ভয় আমরা পাই
সময়ের কাছে যদি হেরে যাই।
পাছে লোকের​ কথা যদি সত্যি হয়,
মিথ্যার​ কাছে যদি হেরে যাই।
ভয় আমরা পাই
মরন আসার আগে যদি মরে যাই।