আমি বলি বিধাতারে,
কহো মোরে, কেন জন্ম নিলাম?
মানুষ হয়ে!
আমি শুধালাম, কেন জন্ম নিলাম?
এমন ভাগাড়ে!
জিজ্ঞাসিলাম ; কেন হ‌ইলো জীবন
এমন যাতনাভারে!


বিধাতা মুচকি হেসে,
বলে উঠলেন; কি চাও?
বলো তবে!
ভেবে দেখো, ছাড়িয়ে মনুষ্য জীবন
পাবে নাকো আর!


আমি বলি, তাই হোক
এ জীবন, চাই নাকো আর।
পুঁজিতে তোমাকে আর নাহি জাগে সাধ।
নাহি লাগে মন আর বিল্ল,পত্র,ধুঁপে
ছুটি দাও, নিয়ে চলো!
অন্য কোন প্রানে।
যেথা নাহি লাগে পূজা তোমার।


ক্ষনিক ভাবিয়া বিধাতা বলেন,
সে কি করে হয়?
প্রান থাকিলে তোমার,ভজিবে নিশ্চয়।
আমি বলি, তবে বেশ!
তোমার প্রার্থনায় যদি লাগে মোরে!
তবো কৃপা হতে কেন বঞ্চিত হবো?
তোমার প্রার্থনায় যদি লাগে মোর ভক্তি,
তবে কৃপা টুকু পাওয়া কেন অধিকার নহে!!