যদি মৃত্যু তোমার মনকে ছুয়ে যায় তবে
বুঝবে জীবন কত দামি।
অনাকাঙ্খিত দূর্ঘটনা যদি ঘটতে গিয়ে থেমে যায়
তখন বুঝবে কতটা প্রিয় আমাদের এ জীবন।


ভেবে দেখ গত সতেরটি দিন
থাইল্যান্ডের আকাশে শুধু কালো মেঘের ঘণঘটা ছিল
না পাওয়ার হতাশায়, না পাওয়ার বেদনায়।
সব কিছু ছেয়ে যেন একটাই রব হয়েছিল উচ্চারিত
জীবন চাই শুধু জীবন চাই।সব কিছুর বিনিময়ে
কেবল তেরটি জীবন ফিরে চাই।


কেন জানো? কারণ প্রতক্ষ মৃত্যুকে প্রতক্ষণ করে,
এত কাছ থেকে মৃত্যুকে জেনে
আমাদের আর কিছু করার ছিল না।
তখন ক্ষুদ্র প্রাণীটিও জীবন পাওয়ার আশায়
কেঁদেছে।


তারিখ:14.07.18
ঢাকা।