উপরের রূপ দেখেছ তুমি ভেতরের রূপ দেখনি,
শুনে শুনে অভিজ্ঞতা, লিখছ যখন তখনি।
আসল জেনে নকল জিনিস দেখাও লোক সম্মুখে,
সহজভাবে বিশ্বাস তখন করবে দেখ সব লোকে।
কতটুকু আর ক্ষমতা তোমার, আছে তোমার অনুভুতি,
মুখ দেখে কি বলতে পারো, কারো মনের লাভ ক্ষতি?
যার জন্য লিখছ তুমি এত কথার কবিতা,
রাতকে দিন করছ তুমি শুনছ না রাতের কথা।
মায়াবিনীর রূপের মায়ায় ভোলে যত সাধারনে,
মায়া কেটে গেলে কেবল সেসব লোকে হার মানে।
তোমার সামনে বলছি হেসে,কত কথা বলছি মিছে
কেমন করে আমায় তুমি, বলো তুমি বুঝে নেবে?


শত রাতের প্রহর গুনে এলাম আমি এই দিনে,
সবকিছু তো বুঝে নিলে সেসব কিছু না জেনে।


কোন কারনে সহানুভুতি দেখাও তুমি নারীর প্রতি
এটাও জেনো সংসারেতে নির্যাতিত হচেছ পতি।


তারিখঃ 07.06.18
ঢাকা।