দুঃখ অামি চাইনা দিতে,
দুঃখ চাই পেতে।
সুখ বিলায়ে চাই গো দিতে,
দুঃখটুকু নিতে।


তোমার সকল দুঃখটুকু,
আমায় পারো দিতে।
হৃদয় ভরে পারব আমি,
আপন করে নিতে।


আমার তরে দুঃখ যেন
না থাকে গো তোমার,
বলছি আমি সত্যি, সত্যি,
দুঃখ শুধু আমার।


আমি বিধুর বন্ধু শুধু,
তুমি রাজার বধু।
দুঃখ-সুখে থাকব পাশে,
বাঁধবো না কো কভু।


বিদায় দিলে লইব বিদায়,
দুঃখ পাব নাকো।
আসব ফিরে আবার যদি,
আমায় তুমি  ডাক।


জানি এ মন বাঁধবে না আর,
নতুন করে বাসা।
চিরজীবন রইবে শুধু
দুঃখ পাওয়ার আশা।