বসন্ত বিহারে আমি
আরেকবার আসব বাংলায় ফিরে।
যত রঙে ছবি অাঁকি
সব আমি বাংলা ঘিরে।


খয়েরি ইটের বাঁকা পথ বেয়ে,
রুপোলী স্রোতের নদীটির তীরে
স্বর্নলতিকার মাচাঙের নিচে,
টুনটুনি আর গাঙ শালিকের শিসে
যেতে মিশে
অামি আরেকবার আসব
বাংলায় ফিরে।


(অনেক আগের লেখা আমার এ ছোট্ট কবিতা খানি। যানি না কবিতা হয়েছি কি না।)