মানুষ যদি নীল হয়ে যায়
মানুষ বাঁচে না বাঁচে কি?
দেবতা নীল হলে দেবস্য মনে হয়
দেবী কাঁদে না কাঁদে কি?


নারী চোখ নীল হলে
নারী মরে না,
সৌন্দর্য সুষমায়
পৃথিবী ভরে যায়
সমগ্র নীল আকাশ,
নীল নদী।


সর্প ছোবলে নীল বিষ,
নারী ও বিষাক্ত।
অতিশয় ছোবলে গোটা রাজ্য
নিলাঞ্জনে হয় নীলাক্ত
নীল বিষ।


(কবিতাটি  চারবছর আগে লেখা । তখন সমগ্র বিশ্বে নারী ঘটিত ব্যাপার গুলি বিভিন্ন দেশের প্রেসিডেন্ট পর্যন্ত গড়িয়েছিল। ঠিক সেই পরিস্থিতী আমার কবিতায় এভাবে উঠে আসে। এটি ব্যক্তি বিশেষ কোন নারী বা নারী জাতীকে কটাক্ষ করে লেখা কোন কবিতা নয়।)