আমাকে ছুয়ো না তুমি
একটু দূরে থাক,
এত কাছাকাছি এস নাক
দূরের থেকে ডাক।


অত চোখে চোখ রেখ নাকো
লজ্জাটা তো ঢাক,
খোলা চুল গুলো তোমার
একটু আড়ালে রাখ।


ওড়াইও না ওড়না তোমার
গলেতে ধরে রাখ,
কেন মিছে কষ্ট দিতে
কাধ টা খোলা রাখ?


অত লাল করোনা ও ঠোঁট
মিষ্টি করে হাস,
অত কথা বল না কো সই
শুধু ভাল বাস।


খুলেছ কি কপালের টিপ?
টিপটা পরে থাক,
ডুবতে দিওনা ও মেঘের আড়ালে
লাল সূর্যটাকে রাখ।


তুমি ওকি ভাবছ অত?
আমায় মনে রাখ,
দিশা হারা হয়ো নাক তুমি
জানতো ভালবাসি কত।
                          (সংক্ষিপ্ত)