একটা মানুষের কতটুকু প্রয়োজোন সুখ,
কতটুকু প্রয়োজোন তার জীবন সাজাতে?
কোন সুখই বা পারে প্রয়োজন মেটাতে,
কতটুকু সুখ হলে ভরবে তাদের বিলাসী বুক?


কি ছিল না তোমার, কি নাই বল তো?
শুধুই সুখের সন্ধানে ছুটে চলেছ, চল
আর কত সুখ তোমার দরকার বল,
আর কি চাও, আরো কি  কিছু, আর কতো?


লালসাটা কমাও দেখবে তোমার কত সুখ,
পেয়ে যাবে না চাওয়ার চাইতে বেশি কিছু।
অফুরান্ত সুখে হাসবে তোমার নির্লিপ্ত মুখ,
না পাওয়ার বেদনাটাকে ফেলে রাখ পিছু।
ভুলে থাক জীবনের না পাওয়া কিছু দুখ
জীবন পেলেই সব পাবে তার মানে কি আছে কিছু?