বিশ্বকাপের মাঠটা যদি একটু খানি হত গোল,
বিশ্বকাপে তখন কি আর বাঁধত কোন ডামাডোল?
হত যদি গোলটি ভাই বলের মত ফ্রেস গোল,
তবেই কি আর বাঁধত না কি -
মেসি ,নেইমার, রোনালদোর গন্ডগোল?


এদিক সেদিক ছুটাছুটি বলটি ছুটে দিচ্ছে গোল,
হত কি আর  গোলকিপারের মাথাটা এত্ত পাগল?
থাকত কি আর পেনালটি আর ফ্রি কিকের হট্টগোল?
গোল, গোল, গোল এটাই নাকি ফুটবলের ছোট্ট বল।


বিশ্বকাপের মাঠটা যদি একটু খানি হত গোল,
রেফ্রি মশাই করত কি ,ফুটত কি তার বাঁশির বল?
ফ্লাগ কি আর খেতরে ভাই লাইনম্যানের হাতের দোল?
কোচার মশাই টাইটা টেনে দিত কি আর কোটের দোল?


ভাবছি আমি এটাও বসে কোথায় কার গালে টোল,
হচ্ছে কোথায় গ্ল্যারিতে দর্শকের কোমর দোল,
চতুর্দিকে বাজছে দেখি ভুবুজোলা আর ঢাকঢোল।
একটু খানি ভাবুন দেখি -
হত কি, হত যদি ফুটবলের মাঠটা রাউন্ড ট্যেবল?


আমি বলি শুন তবে -
মিটত রে ভাই বিশ্বকাপের যত গোল,
চায়ের আড্ডা বসতরে ভাই কাপত ভিরু রাউন্ড টেবল।
বসত রে ভাই মিটিং চিটিং উঠত ফুটে ফিফার বোল,
কোনটা হবে চৌকো আর কোনটা হবে গোল।


গোল গোল গোল
এটাই নাকি ফুটবলের ছোট্ট বল।