তুমি বলেছিলে যাও, চলে যাও,
আমাকে যেন দেখতে না পাও,
নতুন করে জীবন সাজাও,
চলে যেতে চাও, যাও।


আমার ব্যথাতে কেন ব্যথা পাও?
কেন বা আবার চলে যেতে কও?
কেন বলতো অশ্রু ঝরাও?
ভালবাসা,না যদি পাও?
আমার সুখিটুকু তুমি সুখি হও,
ব্যথাবীনে তুমি তোমাকে সাজাও,
যতটা ক্ষতি আমাকে দাও,
প্রাণের সুখ তুমি পাও।
আমিতো বলেছি পথ ছেড়ে দাও
অভিমানে, কেন এত ব্যথা পাও,
সত্য করে তুমি নিলে তাও,
বিদায় দিতে চাও? দাও।


তুমি বলেছিলে যাও চলে যাও,
যেতে হলে আমাকে ভুলে যাও,
ভুলতে হলে কথা দাও,
কষ্ট যেন না পাও।
চলে যেতে চাও? যাও।