হয়তবা একদিন আমি আসব ফিরে আবার
তোমাদের আঙিনায় বুনো শালিকের বেশে;
আসব আমি সাদা মেঘের মত ভেসে ভেসে।
আমারে চিনবে কি চিনবে না আর?
তোমাদের চেনা মুখ চিনব আমি চিনব সবার,
কুয়াশার মত উড়ে এসে পুকুরের জলে যাব মিশে
চিনতে পাবে নাকি? পুকুরের জলে মুখ ধুতে এসে।
তোমাদের বাবলা ছায়ায় আমি আসব ফিরে আবার।


ঘুমের মত ক্লান্ত দুপুরে ঘুমাতে আসব সেথায়
অথবা চড়ুইয়ের মত লুকিয়ে রব তোমাদের ঘরের চালায়
আমারে চিনবে কি?যদি কোকিলের মত গান গাই?
অথবা চড়ুইয়ের মত ঠাই চাই।
না পেলেও ঠাই, আমি রয়ে যাব তোমাদের নীড়ে,
রাতের  অন্ধকারে যেথা জোনাকিরা আসে ফিরে ফিরে।