যে ফুল দিয়েছো তুমি আমায়
তা অতি মনোরম
অমূল্য সে ধন
বুঝি না আমি কি দিব তার দাম
নহে গ্রহ, নক্ষত্র সহস্র
একটি গোলাপ
অপূর্ব সে স্নিগ্ধ জ্যোতি
নহে বহ্নিতাপ
তবু কেন যেন আমি পুড়ি
হই মৃদু অঙ্গার
সে যে গোলাপ শুধু একটি
দিয়েছো তুমি উপহার


একবার এক কবি (নারী) আমাকে একটি গোলাপ উপহার দিলে আমি তাকে কবিতাটি প্রতি-উপহার সরুপ দিয়েছিলাম। তার সাথে সে আমাকে আর ও একটি উপহার দিয়েছিল । তার মিষ্টি ঠোঁটের হাসি। আজো আমি-


নহে বহ্নিতাপ
তবু কেন যেন আমি পুড়ি
হই মৃদু অঙ্গার