ঠিক নদীটির কুল ঘেসে নয়
একটু খানি দূরে,
লতা পাতা আর ছায়ায় রয়েছে
কুটির খানিরে ঘিরে।
নিত্য নতুন পত্র পল্লবে
ঝরঝর থর থর,
নদীর শীতল বাতাস ফেরে
পূবেতে দিবাকর।
ঘন আবিরের রং লাগিয়ে
কুটিরের কোল ঘেসে,
পাল তোলা সব নৌকা গুলো
ছুটে চলে ভেসে ভেসে।
কুটিরে নদীর কুল কুল ধ্বনি
নুপুর রাগে বাজে,
কৃষ্ণচুড়ার ডালযে হাসে
ফোটা কুসুমের সাজে।
বনের পাখিরা উড়ে এসে বসে
লাউমাচাঙের পরে,
কুহেলী কন্ঠে টুন টুন খঞ্জে
কত গান যেন ঝরে।
এখানে নিবিড় শান্তির পরশ
মায়ের শীতল আচল,
চারিদিকে তার শ্রাবণ গগণ
সবুজ, সোনালী ফসল।
এখানে কুটিরে কি যেন মায়া
সদাই আমাকে টানে,
মায়ার ছলনে ভুলে আমি
সেথায় ছুটে চলি প্রাণপনে।
এখানে কবির ছন্দ মেলে
মেলে শিল্পীর ছবি,
এখানে পিয়ার হিয়া যে থামে
হয়ে সব নিরবধি।