যা আসে তোমার মুখে,
সহাস্যে প্রকাশ করবে।
যা প্রকাশিবে তা স্পষ্ট,
বুঝতে যেন না হয় কষ্ট।
অন্তরে যত জটিলতা, কুটিলতা,
অল্পেতে বিনাশ তাঁর থাকে না ব্যাথা।
মন যদি রাখ বেঁধে,
কুল পাবে না কেঁদে কেঁদে।
বেড়ে যাবে মনের বোঝা,
সুখ পাবে না করলেও পূজা।
থাক সদা প্রশান্ত,
সুখ পাও অনন্ত।
তুমি হও উদার আকাশের মত,
স্বাধীন পাখিরা যেথা ওড়ে শত শত।
শিশুরা যেমন খেলে নিরন্তর,
তেমনি খেলুক শিশু তোমার অন্তর।
তোমার সম্মুখে যা অন্যায় অপবাদ,
নিশ্চই তাঁর করবে প্রতিবাদ।
মুখ বুজে, বসে থেকে কি লাভ,
যদি নিঃশেষ হয় একটি প্রাণ,
পারবেনা দিতে তাঁর কোন প্রতিদান।
নির্ভয়ে কথা বল,
নির্ভয়ে পথ চলো।
হৃদয় মেলে গাও সুখেরই গান,
বিলাও সবারে সে গানের সুর ও তান।