রে - রমনী
স্নিগ্ধ বহ্ণিতাপের কমল কমলিনী,
মাতৃ ভবা, তুমি ভালবাসার আধার,
শোষিত নও তুমি বঞ্চিত নও অভিমানী
তুমি সংসার সংস্কারের উদ্ধত বিদ্রোহিনী।


তুমি মৃত্তিকা, মাতা, ভুবনেশ্বরী, জন্মদাত্রী,
তুমি আলেয়া নও আলোর পথের অভিযাত্রী,
তোমারই চরণ পৃষ্ঠে জেগে উঠে ঊষার আলো।
তুমি কালের কোষে উৎপাদিত উর্মি, উন্মাদিনী,
তুমিই কারণ, তুমি বারণ, তুমি দ্রোহের বিদ্রোহিনী।