সত্য ও সুন্দর আমরা পথিক
                চলছি পথ ধরে,
  দিন-দিনান্তর, যুগ-যুগান্তর
          কালের চাকা ঘোরে।
   সকাল বেলার উদিত রবি
              সন্ধ্যা হলে নামে,
       তেমনি মোরা ছাত্র দল
               চলছি পথ ধরে।
       সত্য, জ্ঞানে ব্রত মোরা
              সাহস ভরা বুকে,
       ঝড়-ঝঞ্জা মাথায় নিয়ে
           দাঁড়াব মোরা রুখে।
   জ্ঞান হীনেরে দানিব জ্ঞান
          আনবো সুখের দিন,
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে
         শুধবো মোদের ঋণ।


(যখন আমি নবম শ্রেণীতে পড়ি তখন লেখা এ কবিতাটি)।