বিষাদ প্রেম


হে মোর প্রিয়তমা, তোমা গালে চুম্বনে
মর্মে মর্মে শিহরিয়া হলে লালে লাল
যত শতদল ঝরে যেন মম প্রাণে,
সহর্ষে পালাও তুমি যেন তুলে পাল।
অপলক চেয়ে থাকি তব পথ পানে
আবার এলে তোমায় করব বরণ,
দীন হীন চেয়ে ভাবি তাই মনে মনে
আঁখিপটে ভেসে ওঠে তোমার গড়ন।
হায়-বৃথা চাওয়া মোর তুমি যে দূরে
কেহ নহে প্রিয় মোর, শুধু যে পাষাণী,
পরাণে বাঁধি পাষাণ, কাঁদি যে আঁধারে
তুমি যে করেছ শুধু ছলনা কাহিনী।
মিথ্যে ভালবাসার দিয়েছ যে পেয়ালা
দিয়েছ যে বিষ তাতে ভেঙ্গেছ যে খেলা।