জ্বলছে কি গো তোমার মনে পঞ্চ প্রদীপ,
লাল রাঙা ঠোঁট, কাজল কালো আঁখি দুটি ,
মেঘ কালো ও কেশ তরঙ্গ, কপাল জোড়া লাল টিপ
কোন সে খুশির জলে ভাসে তোমার কচি মনটি?


চঞ্চলা ও চোখ দুটিতে চলছে কথার ইশারা,
নরম নরম ঠোঁটের কোনে মৃদু হাসির কাপুনি।
কাঁচা হলুদ হাতে তোমার জ্বলছে প্রদীপ আকাশ তারা,
মনের মাঝে চলছে তোমার নিরব প্রেমের দাপুনি।


অরূপ তোমার বদনখানি সন্ধ্যা রূপের মালতি,
দুচোখ জুড়ায় মন ভেসে যায় সুখে ছোঁয়া রজনী।
মনের মাঝে কাঁসর ঘন্টা হচ্ছে বুঝি আরতি,
কেউ কি তোমায় ডাকবে কাছে, এস ওগো সজনী?


তোমার ও রূপ হৃদয় মাঝে তুলসি তলায় জ্বলা প্রদীপ,
যে চোখেতে পড় তুমি সে চোখেরই আপন কেউ;
আমি দেখি সকাল সাঁঝে পুড়ছে ধূপ জ্বলছে দীপ,
রূপের জোয়ার গায়ে মেখে মন যমুনায় তোল ঢেউ।


আসবে কি গো কেউ কি তোমার অপেক্ষারই সরণি
বরণডালা ফুলে ফুলে, দূর্বা, ধানে,তিলক মাটি ।
মনের দুয়ার আলগা করে জাগছ কত যামিনী,
চোখের জলে অভিমানে হৃদয় করে কান্নাকাটি।।