ঃ এই-
:- হুম,
ঃ তাকাও না-
:- বল না
ঃ তোমাকে আমি ভালবাসি
:- সত্যি!
ঃ হুম, সত্যি।
:- আমি ও তো তোমাকে ভালবাসি, ভালবাসি।
ঃ একটা কথা বলি?
:- বল
ঃ তোমাকে যে আমি ভালবাসি তার কি আছে প্রমাণ?
:- তোমাকে দিয়েছি আমার হৃদয়ে স্থান।
ঃ হৃদয় যদি ভেঙ্গে যায় কখনো?
:- ভাঙ্গা হৃদয় ভাল বাসবে তখনো।
ঃ উম..., যদি আমি... অনেক দূরে চলে যাই?
:- যত দূরে যাও তুমি, এ হৃদয়ে যে পাই।
ঃ আ..আমি যদি, যাই কখনো হারিয়ে?
:- আমার হৃদয় প্রতিদানে আনব তোমায় ফিরিয়ে।
ঃ যদি... আমি আকাশে বিলীন হই?
:- চুপ কর তো! লম্বা করে বানাবো বাঁশের মই।
ঃ আমি যদি না ফিরি এই কাশবনে?
:- আমিও মিশব এ চির সবুজ ঘাস বনে।
ঃ এই?
:- কি?
ঃ রাগ করনা,
আমাকে একটু ভালবাসনা! একটু বেশি!
:- চোখে চোখ রাখ তো, মিষ্টি করে হাস তো, হাত দুটি দাও হাতে মোর
কথা দাও, খুলবে না আর এমন দুষ্টুমির দোর; আমি তোমাকে ভালবাসি।