দূর দূরান্তে গভীর অরণ্যে
চলছে তরুণ পথিক,
পদে পদে বাঁধা আসি বিঁধে তাঁরে
চলুক না সে যেদিক।
চলার পথে আসবে না ভেসে
ত্রান করতে ভেলা,
মৃত্যুরে লয়ে পাঞ্জা লড়বে
খেলবে মৃত্যু খেলা।
পেছনে ধ্বনিবে যেও না পথিক
ঘটবে দূর্দশা,
লক্ষ করলে ধ্বনিটিরে তবে
ঘুচবে সর্ব আশা।
কিন্তু পথিক জানে না মৃত্যু
রাখে না জীবনের আশা,
করে না পরোয়া নাশিতে জীবন
দূরে দিতে দূর্দশা।
দূর্গম গিরি পার হয়ে পথিক
লক্ষ করবে জয়,
ছিনিয়ে আনবে আলোর দিপ্তি
মুছে ফেলে সব ভয়।
দৃষ্টি রাখবে দুরন্ত পথিক
সামনে তাঁদের আলো,
বজ্র কন্ঠে ধ্বনিবে তাঁরা
রুদ্ধ দ্বার খোলো।
নইলে মোরা করাঘাতে সব
করব চৌচির,
দেখেবে তোমরা দুরন্ত পথিক
মস্ত বড় বীর।