আমি চলে গেলে হয়ত আবার
হাসবে নতুন কেউ,
মন কাড়া হাসি, চনমনে ভাব
তুলবে নতুন ঢেউ।
তোমার হৃদয়ে তুলেছিলাম যেমন
মনোহারি ছন্দ সুর,
স্বপ্নের বিলাসে ভেসেছিলাম দু’জন
দূর হতে বহুদূর।
তেমনি তুমি ভাসবে আবার
নতুন কোন সুরে,
ভুলবে তুমি আমাকে এবার
ঠেলে দেবে বহুদূরে।
আমি তো ছিলাম হৃদয়ে তোমার
প্রজ্জ্বলিত হেম খন্ড,
ভুলবে এবার আমাকে তুমি
আমি হব বড় মন্দ।
নতুন তোমারে সাজাবে আবার
নতুনের মত করে,
তুমি ও সাজবে নতুন সাজে
দেহ মন প্রাণ ভরে।
আমি শুধু রব আঁধার ঘরেতে
তোমার অন্তরালে,
নতুন আলোতে জ্বলবে তুমি
রব আমি আড়ালে।
আমি চলে গেলে হয়ত আবার
আসবে নতুন কেউ,
জ্বালবে আলো তোমার হৃদয়ে
তুলবে নতুন ঢেউ।