(১)
ঐ দেখ ভাই হাঁসের ঝাক,
ডাকছে তারা প্যাক প্যাক।
মা তাদের দিচ্ছে তাড়া,
খালের দিকে ছুটছে তারা।


(২)
সন্ধ্যার আঁধারে,
খুকুদের ঘরে,
মিট মিট করে,
প্রদীপ জ্বলে।


(৩)
আতা গাছের ডালটি সোজা,
আতা ফলটি তারই বোঝা।
ছোট্ট খুকু দেখল সেটা,
বললো আমি খাব ওটা।


(৪)
লাল, নীল, সবুজ ফুল,
আরো আছে মিষ্টি কুল।
খুকু মনির লম্বা চুল,
কানে ঝুলছে ঝুমকা ফুল।