তোমাকে দেখে যদি হতে পারে
একটি কবির জন্ম, ক্ষতি কি?
একটি নতুন কবিতার দেশ, ক্ষতি কি,
যদি তোমাকে দেখে হতে পারে?
রবি অথবা নজরুল না হতে পারে
কৃষাণ কবি সে হবে না কি?
সকালের রোদে শিশিরের মত একাকী
সেতো ঝরে যেতে পারে অঝোরে।


তুমি জেনো একটি কবির জন্ম হল
তোমার মিষ্টি মুখে চেয়ে,
শান্ত দুটি আঁখির নীড়ে এক কবি,
তারে আপন করে, বরণ করে তুলো
দেখো নদীর মত যাবে সে বয়ে,
তার বাঁকে বাঁকে আঁকবে নানা ছবি।