আমি পারিনি তোমায় ভুলিতে অন্তরা
তাই আঁখি দুটি মোর সদা থাকে ভিজে
তোমারই কথা থেকে থেকে মনে বাজে
কথা কও কানে, মোর অন্তরে অন্তরা
কে ভাই তুমি উপহাস কর তোমরা?
পাগল হয়েছি আমি রূপসীর সাজে
থেকে থেকে তাই তার কথা মনে বাজে
সে যেন ওগো, সে যেন রূপের ফোয়ারা।


আজ তুমি নিয়েছ আমার হৃদয় লুটে
কি হয় না জানি এই অবনী মাঝারে
মৃদুবায়ে উল্লাসে লতার ভয় জাগে
নাহি ভয় ওগো প্রিয়া ভয় গেছে টুটে
তব প্রেম রাগে আজি মন গেছে ভরে
তব প্রেম যেন পূবের ঊষাতে জাগে।