এলে না তো ফিরে,
কত স্বপ্ন তোমাকে ঘিরে
মন বীণা হাসে তুমি আসবে বলে।
বলেছিলে আমাকে, ভুলতে পারি না তোমাকে,
তবু ভুলে গেলে, এ মনে ব্যথার প্রদীপ জ্বেলে।


আমি তো পথ পানে,
চেয়ে আছি আপন মনে
ব্যথা ভরা কথার ডালি মেলে।
এই ভাবি তুমি আস এই ভাবি পাশে বস,
তবু না এলে, কথা দিয়ে তুমি কথা ভুলে গেলে।


(দৃষ্টি আকর্ষণঃ এই ধরনের লেখা অাদৌ আছে কি না আমার জানা নেই। অন্য কোন কাব্য বা পত্র পত্রিকাতেও আমি পড়িনি। এটা সস্পূর্ণ আমার মন থেকে অন্যকারো সাথে মিল না রেখে লিখতে চেষ্টা করেছি। যদি কোন কবি বা সাহিত্যিকের সাথে মিলে যায় তবে আমি ক্ষমা প্রার্থী।  অন্য একটা ওয়েব সাইটে ছদ্মনামে আমি এটা প্রকাশ করেছি। যদি এটি স্বতন্ত্র হয় তবে আমি এ ধারাতেই লেখার প্রায়াস করব।তার জন্য পাঠক কবিদের সহযোগিতা কামনা করছি।)