আমার হৃদয় মন্দিরে,
পূজা করি মাগো তোমারে,
পুষ্প-পল্লবে দিবা-নিশি, সকাল-সাঁঝে।
কেঁদে উঠি আমি মাগো দয়া করে তুমি জাগো
প্রতিমা খুঁজি আমি, প্রতি-মা’র মাঝে।


হারায়েছি যে মা তোমায়,
কোলে তুলে নেবে কি আমায়?
যদি ও থাক তুমি ঐ দূর প্রবাসে।
তবু আছ মন মন্দির মাঝে,মাগো তুমি প্রতিমা সাজে!
বল মা তুমি ছাড়া এ ধরাতে কে আমারে ভালবাসে?