কেউই আমরা স্বীকার করিনা যে, আমি বুঝি কিছু কম
এই ছোট্ট সুন্দর সত্যকে স্বীকার করতে বের হয় রে দম।
তাই মোরা আশ্রয় নেই সুকৌশলের কেউই যেন না বুঝে
আমি পারিনা বা বুঝিনা একথা ঘুণাক্ষরে কেউ না খোঁজে।
কেউই আমরা কারো কাছে হতে চাইনা কোন রূপে ছোট
উর্দ্ধে রাখতে চাই নিজেকে ঢেকে বিফলতা আছে যত।
পরাশ্রয়ে বাচিঁ মোরা নিজেরই আশ্রয়ে অতি বড় কৌশলে
দীন হীন করি মোরা অন্যেরে ছলছুতায় অভিনব শক্তিবলে।
কিন্তু ভুলের কৌশলে কতকাল আমাদের চলবে জীবন ছলে
নিজেরাই তো জানি মোরা কি আছে আমাদের এ চলাচলে।
দাম্ভিকতা কোথায় তোমার আমার করবে মিথ্যা বিচরণ?
ভাঙতে হবে ব্যর্থ বিলাপ ছলা কলার কৌশলের আবরণ।
একদিন নিজেদেরই কৌশলে নিজেদেরই হতে হবে পতিত,
এস স্বীকার করি আমরা ভুল, পথ চলি আনন্দময় সতত।