বাড়ীর পেছনের ডোবাটি সংস্কারের বড় প্রয়োজন
বহুকাল ধরে পচে ডুবে পতিতই আছে অকারণ
জন্ম নিয়েছে কিছু সাপ বেজি বিষাক্ত সব মাকড়
বৃষ্টির পানি গায়ে পেলে একে একে মারে মোচড়
গেল রাতে এদো ডোবায় পড়ে মরল নিত্যানন্দের  
দুধেল গাভীর ধবধবে সাদা বাছুরটি (নিরানন্দের)!
এত বড় ঘটনা ঘটল,প্রাণ হানিও হল তবু কেমন
কারো কোন সাড়া শব্দ নেই যেন নির্ঘুম স্বপন
সংস্কার প্রয়োজন আজ এদো ডোবা নয় হে মানব
আজকালকার দিনে মিলবে না এদো ডোবায় দানব
বাড়ির পেছনে নয় মনের অন্তরালের ডোবাটির
বড়ই প্রয়োজন সংস্কারের শুধু সাবধানে হাঁটাহাঁটির
ও বাছুরের প্রাণ নয় যুবতীর প্রাণ গেল বুঝলে
পুরোনো ডোবার পাড়ে বিশ্বস্ত সমাজের আড়ালে।