এমনিতে ও খাচ্ছি তো বিশুদ্ধ ভেজাল
রোগে ভুগে মরছি তো সকাল বিকাল


মরছি কিন্তু একেবারে নয় হচ্ছে স্নায়ু ক্ষয়,
ভেজালের রাজ্যে ভেজালকারীদেরই সংশয়,
কি ভেজাল দিলে অরো বেশি উপকার পাওয়া যায়
সব্জী  থাকবে চির সবুজ, পাকা ফল, মাছ হবে টাটকা অতিশয়।
ওজনেও হবে দারুণ ভারী
এমন ভেজাল প্রস্তুত দরকারী।


যদিও যাচ্ছি রোগ নিরাময়ে ডাক্তার খানায়
নিচ্ছি পথ্য অনেক পরীক্ষা নিরীক্ষায় বহু ব্যয়
বিজ্ঞান দ্বারা ভেজাল সহজে যায় রক্তবাহী শিরায় শিরায়
রোগ নিরাময়কারী ওষুধের সাথে ভেজালের ও পরিচয়।


বিধি বাম নাকি ডান আমরা যারা বুঝিনা ভেজাল কারবার
ভেজাল কারীদের এ তো বিধি সম্পন্ন নৈতিক অধিকার
এদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নেই কোন আধার
আছে বড় বড় নেতানেত্রী অথবা আমাদের সরকার।
কত হল আইন কানুন
কত আর মানা যায় বলুন।
দুঃস্বপ্নে বসবাস
সাবাস ভেজাল সাবাস তোমার মাঝেই আমাদের বাস।


ভেজালের ভয়ে বিশ্ববাসী ও হচ্ছে দারুন বিষ্ময়
খাবারের ভেতরে ভেজাল কি প্রকারে দেওয়া যায়
যারা দেয় তারা কোন প্রকৃতির মানুষ মহাশয় ?
সত্যিই বড় বিষ্ময়েরই বিষয়।


কত আর চলবে বল বৈধ করে এ অবৈধ উপায়
কি আর বলব তোমাদের তো দিলে নেই কোন ভয়
খোদাকে খুশি করে পেয়েছ তোমরা আশির্বাদের বর
কি করবে বলুন তো তীর ছুড়ে বিশ্বজয়ী ধনুর্ধর।


এ বাংলার মাটি উর্বর ঠিকই মানুষগুলোই অনুর্বর।