ধর্মাধর্ম-১
রাম রাবনের যুদ্ধ হয়
সীতা হরণে,
কুরুক্ষেত্রে যুদ্ধ হয়
দ্রৌপদীর বস্ত্র হরণে,
কিন্তু মানব সমাজ, বলতো এ যুগে
আমাদের যুদ্ধ ঠিক কোন কারণে?


ধর্মাধর্ম-২
কংস রাজের মৃত্যু হল
ধর্ম পরিহারে,
ধৃতরাষ্ট্র সব হরাল
অধর্মের মোহে পড়ে,
কিন্তু মানব সমাজ, আমরা আজো কেন
চলছি ছুটে পথ, হৃদয় থেকে ধর্ম পরিহারে?