বিষাদে, বিচ্ছেদে বিবাহের বন্ধন বিমুখ,
বনবাসি বনল বিমলার বুক।
বনেও বানের বিন্যাস,
বিঘ্নিত বিমলার বাস,
বিহব্বল।
ব্যথার বাঁধনে বিনয়ী বিমলার বীণা,
বনেতে বাঘের বাস বীণা বাজেনা।
বরের বুকে বিষাক্ত বান,
বরাতে বিরহের বসন,
বিরল বল।
বলবে বলবে বলেও বললেনা,
বিবাহের বাসরে বাৎসায়ন বিনা,
বিদায় বাণী বাজালে।
বুকেতে ব্যথা বুনলে,
বিফল।