ধর্মাধর্ম-১১
সত্য, ত্রেতা, দাপর, কলি
যুগের পরিবর্তন
আদি, মধ্য, আধুনিক, (আদি)
কালের বিবর্তন
বুঝলে মানব সমাজ, ধর্মের পিঠে অধর্ম
মিথ্যা, মোহ এত মানব সভ্যতারই সংস্করণ।


ধর্মাধর্ম-১২
কৃষ্ণ রাঁধার বাঁশির সুরে
হাসল ধরণী,
কৃষ্ণ রাইয়ের লীলা খেলা
হৃদয় হরণী,
মানব সমাজ উল্টো বুঝে প্রেমের খেলা বলে
ধর্মটারে মানে না রে যুক্তি দেখায় অধর্মের ছলে।