ধর্মাধর্ম-১৫
গর্ব করা ভাল
কিন্তু দয়া ত্যাগে নয়
গর্বে হলে আত্ম হারা
সব হারাতে হয়
কৃত কর্মের উপহার সত্যিই তুমি পাবে
নিজের মাঝে গর্বটাকে সামলে রাখতে হবে।


ধর্মাধর্ম-১৬
সবার মাঝে ধ্যান ধারণা
এক রকমের নয়
একই পাল্লায় মাপলে তারে
থেকে যায় সংসয়
সাম্য বাদীর গানের কথা এমন তর হয়
একই চোখে সকল সমান বিচার করতে হয়।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার এ কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস অামার।)