ধর্মাধর্ম-১৭
কারাগারে জন্ম হে
গোবিন্দ মাধবের,
গোয়ালার গৃহে পালিত
সে মাহা জীবনের।
ওগো মানব, জন্ম যেখানে তোমার হোক
হোক না, ক্ষতি কি ? বিশ্বাস রাখো কৃত কর্মের।


ধর্মাধর্ম-১৮
আছি তো আমরা
মোহে পড়ে,
রমনী দেখলে তাই (উভয়)
হৃদয় পুড়ে,
হে মানব সমাজ, সংযত রাখ তব মোহতা
সৃজনতায় বাঁচো নিজেকে শুদ্ধ করে।


(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার এ কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)