তোমার হৃদয় মাঝে এ মন গড়ে ছিল অট্টালিকা
বুঝেও তুমি বুঝলে না তো কমলমতি বালিকা।
চোখের মাঝে পদ্ম দিঘী পদ্ম রূপের মালিকা
দিঘীর মাঝে গভীর জলে সাঁতার কাটে মনটা
খোপা খোলা চুল গুলো তার জলতরঙ্গে ঢেউ আঁকা
ঢেউয়ের মাঝে হৃদয় আমার মৃত হয়ে জড়িয়ে  থাকা।
ঠোঁটে তোমার চম্পা কলি মিঠে হাসির চমকা
হাসির বানে হৃদয় টানে বুঝলে কিছু বালিকা ?
মাখন কমল বক্ষ তোমার উঁচু দুটি পাহাড় টিলা
পাহাড়টিলার চুড়ায় বসে চড়ুই পাখি করে খেলা।
বাহু যেন ও কলমী ডগা চাঁপা ফুলের আঙ্গুল ক’টা
নখের বরণ পাগল পারা থোকায় থোকায় ফুল ফোঁটা
লাল শাড়ীটার ফাঁক ফোকরে হাসে ধবল উদরটা
তারই সাথে হাসে বড় নাভির পাশের তিলটা।
আলতা রাঙা পা দু’টি তার নুপুর তোলে সুরটা
সুরে সুরে উতল ধরা উথাল পাথাল মনটা।