- পাতায় এলে না যে!
-: এলাম তো...দেরিতে
- কবিতা পড়নি যে!
-: পড়েছি, মন্তব্য বাদে
- দেরি কেন?
-: রাস্তায় জ্যাম.....তাকিয়ে দেখ, এখনো।
- আজ কাল তোমার কবিতার রাস্তায়ও জ্যাম থাকে নাকি?
-: না...মানে....সাতশ কবির দেশ... পেরিয়ে একটি কবির কাছে আসতে....
- হাপিয়ে উঠেছ তাইতো বলবে? আস্তে আস্তে পথে আসতে....
-: তুমি কেমন করে যেন বুঝে যাও আমার না বলা কথা...
- হুম..বুঝেছি, আর বলতে হবেনা,
কবিতা পড়ে মন্তব্য কর, সময় নষ্ট করনা অযথা।
-: আচ্ছা-
“কই না ত!! একদম না। শুধু নিশ্চুপ রাতে এক আধবার
মনে পড়ে। কিংবা খুব ভোরে চোখ মেলে আবার
কোনো রোদে পোড়া রাস্তায়
হাঁটতে হাঁটতে মনে পড়ে যায়।”
-: খুব সুন্দর হয়েছে কবিতাটি।
তবে বর্ণনাটা এত বেশি যে পড়ে শেষ করা যায় না।
ভালবাসাটাকে আরো একটু গাড় করে তুলতে পারলে বেশ মজাই হত।
আমার লেখা “অবসরে”, “একটি সহজ সরল কবিতা”, “অনুভূতির সপ্তচরে”
কবিতা গুলি পড়তে পার
- অনেক আগেই পড়েছি।
-: ওয়াও! ধন্য হলাম।
ভাল লাগেনি বুঝি?
- একবার ও কি বলেছি সে কথা?
সীমাহীন ভালোলাগা নিয়ে পড়ি তোমার কবিতা (গুলো)।
-: অভিমান বুঝি?
আমি তো একটু দুষ্টুমি করলাম (কবি)। ভুল হল?
- না, মোটেও না, সত্যিই তুমি বড় দুষ্টু, মিষ্ট
-: তুমি অতি কৃপণ, হৃদয়ে কমলতা স্পষ্ট
- এই... কি বল্লে তুমি?আমি খুব কৃপণ? মানে কি...
-: না,না কিছু বলিনি তো,
বলেছি তুমি আমায় খুব শাসন কর তাই না, কি?
- থাক থাক হয়েছে, কবিতা পোষ্ট কর
তোমার কবিতা না পড়লে আমার কষ্ট হয় বড়।
-: যথা আজ্ঞা সম্রাজ্ঞী, কবিতাটি পড়ে আমাকেও ধন্য কর,
অন্তত আপন তো কর......