ধর্মাধর্ম-২৩
গড়ছ নকল কিতাব
তুমি ছন্দ সুরে,
দক্ষিণা সমীরে বসে
সত্য বিচ্যুত করে,
সূর্য উঠা দেখ জানালার পাশে,
আঁক ছলনার ছবি হৃদয় জুড়ে।


ধর্মাধর্ম-২৪
নিত্যই তুমি চিত্ত জাগাও
প্রতি প্রভাতে,
ঘুমের ঘোরে স্বপ্ন ও দেখ
দিনে রাতে,
ঘুম ভাঙলে টের পাও আছ মাটির বিছানাতে,
গা গতরে ব্যথা লাগে ভাল ঘুম ছিলনা বরাতে।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)